আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে নিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আমির হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও বানোয়াট অপপ্রচার’ চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উপজেলার দক্ষিণ শিরগ্রাম এলাকার রজব আলী মীরের ছেলে সৈয়দ সোহেলকে (৪২) দায়ী করেছেন।
রোববার (১৬ মার্চ) সকালে বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন আমির হোসেন।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সৈয়দ সোহেল আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে পরিচিত। তিনি পরিকল্পিতভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন। সেই সঙ্গে শেখ হাসিনা সরকার যেকোনো মূল্যে পুনরায় ক্ষমতায় আসবে—এমন প্রচার চালিয়ে যাচ্ছেন। এ কারণে স্থানীয়দের সঙ্গে তার বিরোধ তৈরি হয়।
আমির হোসেন আরও বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় স্থানীয়রা বিষয়টি তাকে জানান। এরপর তিনি সৈয়দ সোহেলকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জেরে সম্প্রতি সৈয়দ সোহেল তার ব্যবহৃত ‘স্বপ্নের পৃথিবী’ নামক ফেসবুক আইডি থেকে আমির হোসেনকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে একটি পোস্ট করেন।
তিনি বলেন, ‘‘আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এতে আমার সুনাম ক্ষুণ্ন হয়েছে। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’’
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, ‘‘বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে গুজব সৃষ্টি করছে। স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে অপপ্রচার তারই প্রমাণ। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’’
অভিযুক্ত সৈয়দ সোহেল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমি এমন কোনো পোস্ট করিনি।’’ স্বেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেন কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আমি কখনও শুনিনি।’’
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশীদ বলেন, ‘‘এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
What's Your Reaction?






