আলফাডাঙ্গায় ১৫০০ রোজাদারের মাঝে বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) আলফাডাঙ্গা এজেড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দেড় হাজার রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুউদ্দিন মিয়া ঝুনু।
প্রধান অতিথির বক্তব্যে শামসুউদ্দিন মিয়া ঝুনু বলেন, “জনগণই বিএনপির মূল শক্তি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের সেবা করতে হবে এবং তাদের ভালোবাসা অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার অব্যাহত রয়েছে। আমরা যদি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে রাজনীতি করি, তবে সব অন্যায়-অনিয়মের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করতে হবে। তাহলেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা সম্ভব হবে।”
শামসুউদ্দিন মিয়া ঝুনু বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে আমাদের আল্লাহভীতি অর্জন করতে হবে, যা পরকালীন মুক্তির পথ সুগম করবে। পাশাপাশি বিএনপির বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র রুখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে শপথ নিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু।
আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদের সঞ্চালনায় আয়োজিত এই মাহফিলে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী জসীমউদ্দীন কাকুল, আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরব আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান ইয়ানুর, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরুল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
ইফতার মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






