আলীকদমে ঈদ আনন্দে ভিজিএফ চাউল, সহায়তা পেল হাজারো পরিবার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবান জেলার আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও অন্যান্য দুর্যোগকবলিত পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) সকালে নয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের আয়োজনে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিন আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু, উপজেলা জামায়াতের আমীর মাসুক আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মঈনুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু হানিফ রাজু, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, ইউপি সদস্য বশির আহমদসহ অন্যান্য ওয়ার্ড মেম্বাররা।
নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম কফিল উদ্দিন জানান, অত্র ইউনিয়নের ২,২৭৮ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মঈনুল ইসলাম জানান, আলীকদম উপজেলার চারটি ইউনিয়নে মোট ১১,৪৪০টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। বিতরণ কার্যক্রম যথাযথ তদারকির জন্য চারটি ইউনিয়নে চারজন ট্যাগ অফিসার দায়িত্ব পালন করছেন।
এ কর্মসূচির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি অসহায় পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
What's Your Reaction?






