আলীকদমে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে মোবাইল কোর্টের জরিমানা

বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে পাহাড়-টিলা কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টা খাইয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন চৈক্ষ্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাট্টা খাইয়া এলাকার বাসিন্দা মো. ইসমাইল ও মো. ইলিয়াছ। মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ রক্ষায় আলীকদম উপজেলায় নিয়মিত অভিযান ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। পরিবেশ ধ্বংস প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
What's Your Reaction?






