আলুর স্বর্গরাজ্য বিক্রমপুরে আলু উৎপাদনে সারাদেশের হাজার হাজার শ্রমিক কাজ করছে
আলুর স্বর্গরাজ্য হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা। প্রতি বছর মুন্সীগঞ্জ জেলায় লক্ষ লক্ষ মেট্রিক টন আলু উৎপন্ন হয়ে থাকে। আলুর জমি তৈরি, বীজ বপন থেকে শুরু করে আলু উত্তোলন পর্যন্ত গোটা মুন্সীগঞ্জ জেলার ৬ টি উপজেলায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শত শত নারী পুরুষ, শিশু কিশোর, সহ হাজার হাজার আলু চাষাবাদের শ্রমিকরা এসে কাজ করে থাকেন।
এমনই একটি আলু উত্তোলনের জমিতে গিয়ে দেখা গেছে শিশু,নারী,যুবক যুবতী সহ নানা বয়সের প্রায় দুই শতাধিক শ্রমিক আলু উত্তোলনে কাজ করছে।
তাদের মধ্যে বেশিরভাগ শ্রমিকই নানা বয়সের নারী। কিছু শিশু কিশোর কিশোরী রয়েছে তারা মূল আলু উঠিয়ে নেয়ার পরে চিকন কোদাল দিয়ে জমি খুদে খুদে আলু সংগ্রহ করে। এসব আলু তারা নিজেরাই বহন করে নিয়ে যায়। এই আলু বিভিন্ন জনের কাছে অপেক্ষাকৃত কম দামে বিক্রি করে। আলু উত্তোলনে নিয়োজিত নারী শ্রমিকদের মধ্যে অনেকেরই ছোট ছোট শিশু বাচ্চা রয়েছে। আলু উত্তোলনের মৌসুমে তারা স্বপরিবারে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এসে বাসা ভাড়া করে থাকেন।
বর্তমানে জমির চাষাবাদের কাজে নিয়োজিত পুরুষ কৃষি শ্রমিক মজুরি পাচ্ছেন ৬০০ থেকে ৮০০ টাকা। আর নারী ও কম বয়সী ছেলেদের মজুরি ৩০০ থেকে ৪০০/৫০০ টাকা।
এত কম মজুরিতেও স্থানীয় কৃষি শ্রমিকরা কাজ করতে চায়না। তাই আগত শ্রমিকদের কম মজুরি দিয়ে আলু চাষিরা তাদের আলু উত্তোলন করছে। এখানে নারী শ্রমিকের চাহিদা বেড়েছে ব্যাপক।
বছরের পর বছর ধরেই মুন্সীগঞ্জ জেলার আলু বপন ও উত্তোলন সহ নানা ধরনের কৃষি পণ্য উৎপাদনের কাজে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার শ্রমিকরা কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে।
What's Your Reaction?