আশুলিয়ায় তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করেছে। আজ (তারিখ) জোবি-অ বঙ্গবন্ধু রোড, গৌরীপুর, টংগাবাড়ী ও রাজু মার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। এসময় তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।
অভিযানটি আশুলিয়ার তিনটি স্পটের চারটি পয়েন্টে পরিচালিত হয়। এতে সংযোগ বিচ্ছিন্ন, মালামাল জব্দ ও জরিমানা আদায় করা হয়।
টংগাবাড়ি, আশুলিয়ায় ওরিয়েন্টাল ওয়াশিং নামক প্রতিষ্ঠানের ০১টি বয়লার ও ৬টি ড্রায়ারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রায় ১০০ ফুট ১" সার্ভিস পাইপ কেটে ফেলা হয়, যা তৃতীয়বারের মতো বিচ্ছিন্ন করা হলো।
স্পার্টান ফ্যাশন লিমিটেডের ০১টি বয়লারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রায় ২০০ ফুট ২" সার্ভিস পাইপ কেটে ফেলা হয়, যা দ্বিতীয়বারের মতো বিচ্ছিন্ন করা হলো। একই স্থানে একটি নামবিহীন প্রতিষ্ঠানের ০২টি স্টার বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রাজু মার্কেট, গৌরীপুরে আলসুদাইস হোটেলের ০৪টি স্টার বার্নার ও ০২টি বার বার্নার (গ্রিল) এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রায় ১০ ফুট ১" সার্ভিস পাইপ অপসারণ করা হয়।
স্পার্টান ফ্যাশন লিমিটেডকে ২,০০,০০০ (দুই লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে ০২টি অবৈধ শিল্প সংযোগ ও ০২টি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ৬০০ ফুট অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও ১০০০ ফুট পাইপ অপসারণ করা হয়। এতে প্রতি মাসে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অবৈধ সংযোগ শুধু আর্থিক ক্ষতির কারণই নয়, এটি জননিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি। তাই গ্যাস ব্যবহারে বৈধ সংযোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা তিতাসের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেছেন, অবৈধ সংযোগের কারণে বৈধ গ্রাহকদের গ্যাস সংকট তৈরি হয়, যা এই অভিযানের মাধ্যমে কিছুটা হলেও নিরসন হবে। তবে তারা চায়, এ ধরনের অভিযান শুধু সাময়িক না হয়ে নিয়মিত এবং কঠোরভাবে পরিচালিত হোক, যাতে ভবিষ্যতে কেউ অবৈধ সংযোগ নেওয়ার সাহস না পায়।
What's Your Reaction?






