আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Apr 17, 2025 - 20:04
 0  5
আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা

ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়িকে অপহরণের চেষ্টাকালে স্থানীয় জনতা সাদ্দাম হোসেন রাজিব (৪২) নামের এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবক সাদ্দাম হোসেন রাজিব টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার মধ্য গাজিরচট মাটির মসজিদ এলাকায় বসবাস করছিল।

ভুক্তভোগী ব্যবসায়ি নবাব আলী বাইপাইল বসুন্ধরা এলাকায় স্টক লটের ব্যবসা করেন। তিনি জানান, দুপুরে মোটরসাইকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে একটি হাইস গাড়ি তার গতিরোধ করে। গাড়িতে ‘ডিবি পুলিশ’ লেখা স্টিকার থাকায় তিনি সন্দেহে মোটরসাইকেল চালিয়ে সামনে এগোতে গেলে কাদায় পড়ে যান। এরপর গাড়ি থেকে কয়েকজন নেমে তাকে অস্ত্র থাকার অভিযোগে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে স্থানীয়রা একজনকে ধরে ফেলতে সক্ষম হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে প্রকৃত ডিবি সদস্য শনাক্তের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow