আশুলিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মো: শামীম আহম্মেদ, আশুলিয়া(ঢাকা) প্রতিনিধি
Feb 12, 2025 - 23:44
 0  17
আশুলিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষাখাত কে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। 

মঙ্গলবার বিকালে আশুলিয়ার গুমাইল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় শিক্ষা প্রতিষ্ঠানে যে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা হতো, তা ছিলো তাদের দলীয়করণ অনুষ্ঠান। সাভার থেকে নেত্রীবর্গ আসবে, তাদের সাথে ৫০জন কর্মী আসতো, তারা নেত্রীবর্গের পিছনে লাইন দিয়ে দাড়িয়ে থাকতো, ২ ঘন্টা ধরে বক্তব্য দিতো, ৫ মিনিটে পুরস্কার দিয়ে চলে যেতো। দেশটাকে পুরো দলীয় করণ করে অবাধে নানা অনিয়ম, দুর্নীতি ও মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছিলো। মহান আল্লাহ দেখেছেন যে, তোরা এলাকা ও মানুষকে ধ্বংস করছো, তোদের ক্ষমতায় থাকার কোন দরকার নেই, তাই তাদের ওপর নারাজ হয়ে, আল্লাহ ৫ই আগষ্টের উছিলায় তাদেরকে পতন করে দিয়েছেন। তারা অনেক বাড়াবাড়ি করেছিলো আজ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৬ বছর ধরে অভিভাবকরা বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় তার সন্তানরা কেমন খেলাধুলা করছে এবং বিনোদন থেকে তারা বঞ্চিত ছিলো।

প্রধান অতিথি আরো বলেন, এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের মত চলবে। এখানে কোন দুর্নীতি ও অনিয়ম চলবে না। শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীর গুরুত্ব সবচেয়ে বেশি। এখানে রাজনৈতিক চর্চার কোন প্রয়োজন নেই। শুধুমাত্র আমরা সেবক হিসেবে কাজ করবো।

ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও শিক্ষা প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল-হাই-আল হাদি, আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন মোল্লা, বিএনপি নেতা মো: শরীফুল আলম, থানা যুবদল নেতা এসএম কিসমত সরকার ও মো: জাহিদ হাসান বিকাশ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদল নেতা মো: নূরুল ইসলাম পহলান, যুবদল নেতা মো: রিপন শিকদার, মো: মজিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: তুহিন ও ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো: মেরাজ সরকার, শিক্ষকমন্ডলি, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক বিনোদনের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow