আশুলিয়ায় বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
আশুলিয়ায় বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া প্রায় পাঁচ হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার তাজপুর এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আশুলিয়া তিতাস গ্যাস প্রাইভেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু ছালেহ মোঃ খাদেমুদ্দীন এর নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় ২ কিলোমিটারজুড়ে প্রায় ৬০০ বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্নসহ রাইজার ও চুলা জব্দ করা হয়। এই কাজে তিতাসের প্রায় ৯০ জন শ্রমিক অংশগ্রহণ করেছে।
এলাকার ভুক্তভোগীরা জানায়, প্রায় এক বছর আগে এ এলাকার যুবলীগ নেতা ইউসুফ মন্ডল এর নেতৃত্বে আব্দুল জলিল ও সিরাজ মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়। তারা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রকৌশলী আবু ছালেহ মোঃ খাদেমুদ্দীন বলেন, আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান চলবে। সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
এসময় সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (জোবিঅ) এর ব্যবস্থাপক আব্দুল মান্নান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?