আশুলিয়ায় ব্যাংকিং সুবিধা সহ সকল কারখানা খুলে দেয়ার দাবিতে বেক্সিমকো শ্রমিকদের মানব বন্ধন 

মো: শামীম আহম্মেদ, আশুলিয়া(ঢাকা) প্রতিনিধি
Jan 14, 2025 - 19:32
 0  6
আশুলিয়ায় ব্যাংকিং সুবিধা সহ সকল কারখানা খুলে দেয়ার দাবিতে বেক্সিমকো শ্রমিকদের মানব বন্ধন 

ঢাকার আশুলিয়ায় ব্যাংকিং সুবিধা সহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সকল কারখানা খুলে দেওয়া এবং প্রায় ৪০ হাজার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের জীবন বাঁচানোর দাবীতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায়  আশুলিয়ার নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে শান্তিপূর্ণ এ মানববন্ধন কর্মসূচি পালন করে বেক্সিমকোর সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা। সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ২০/২৫ হাজার শ্রমিক কর্মচারী এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

শ্রমিকরা জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা গুলো বন্ধ হওয়ার কারণে প্রায় ৪০ হাজার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীর পরিবার দূর্বিষহ জীবন যাপন করছে। তাই তাদের দাবী বন্ধ হওয়া সকল কারখানা খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা সহ নানা দাবী জানিয়ে তারা আজ মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন।

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু জানান, সরকারের উচিত হবে শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে শ্রমিকদের স্বার্থে একটা সুষ্ঠু সমাধান বের করা। যাতে করে এই শ্রমিকদের সড়কে নামতে না হয় এবং এবিষয়টিকে কেন্দ্র করে কোন তৃতীয় পক্ষ যাতে নৈরাজ্য সৃষ্টি  করতে না পারে সে দিকে প্রশাসনের কঠোর নজরদারী রাখার আহব্বান জানান তিনি। বেক্সিমকো একজন শ্রমিক জানান কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তারা খুব দুর্বিসহ জীবন যাপন করছে । অবিলম্বে তারা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow