আশুলিয়ায় ব্রিজের নিচে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ

সাভার, আশুলিয়া: আশুলিয়ায় একটি ব্রিজের নিচ থেকে মজিদ (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকার ডাবল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মজিদ সিরাজগঞ্জের কাজিপুর থানার কাজিপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্থানীয়রা ব্রিজের নিচে মরদেহ পড়ে থাকার খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, স্থানীয়দের ভাষ্যমতে, মজিদ মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং এলাকাতেই ঘুরে বেড়াতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রিজ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
What's Your Reaction?






