আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে ফরিদপুর জেলা ছাএলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুল রশীদ রিয়ানের সভাপতিত্বে গতকাল সোমবার সন্ধ্যায়
শহরের রুকসু ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাএলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ,সহ-সভাপতি আশিক মোরতাজা হাসান জয়, সহ সভাপতি ইমামুল মিয়া, আজম,শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্ত,সদর থানা ছাত্রলীগের সভাপতি,
সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন যে, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যে কোনো আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ যে কোন ভূমিকা পালন করতে সদা সর্বদা প্রস্তুত রয়েছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি- জামায়াত চক্র ইতিমধ্যে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ বিএনপি জামাতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যে প্রস্তুত রয়েছে। বক্তারা ফরিদপুর জেলার তিনটি উপজেলায় অনুষ্ঠিতব্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-
জামায়াতের যে কোনো
ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
What's Your Reaction?