আড়িয়ালখাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন নিয়ে হামলা,অগ্নিসংযোগ, আহত-১০ আটক-২

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Oct 23, 2024 - 23:47
 0  26
আড়িয়ালখাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন নিয়ে হামলা,অগ্নিসংযোগ, আহত-১০ আটক-২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আড়িয়ালখাঁ নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে  প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে  ১০ জন বালুকাটা শ্রমিক আহত হয়েছে।  এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রলার সহ ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে।  এ ঘটনায় মঙ্গলবার রাতে বালু ব্যবসায়ী সাবেক সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী  নিক্সন সমর্থক দুইজনকে আটক করে বুধবার বিকেলে  তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। 

 হামলার ঘটনা এবং অবৈধ বালু ব্যবসায়ের সাথে জড়িত  থাকার অভিযোগে গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চরমুগডুবা গ্রামের মৃত্যু মোফাজ্জেল হোসেন খাঁনের পুত্র মাইনুল ইসলাম খাঁন রিপন (৫২) ও একই এলাকার দোয়াইর গ্রামের মৃত্যু শাজাহান তালুকদারের পুত্র খালিদ হোসেন ওরফে কুটি তালুকদার(৪৭)। 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,আড়িয়ালখাঁ নদীর চর থেকে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে এলাকার দুইটি শক্তিশালী গ্রুপ বালু উত্তোলন করে আসছে। একটি গ্রুপের নেতৃত্ব দেয় রিপন, কুটি ও সরোয়ার এবং অপর গ্রুপের নেতৃত্ব দেয় নাসিরাবাদের সাবেক চেয়ারম্যান শাহজাহান ও সুরুজ মেম্বার । 

সোমবার গভীর রাতে এক পক্ষের শাহজাহান ও সুরুজ মেম্বার ড্রেজার বসিয়ে চর থেকে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে প্রভাবশালী রিপন, কুটি, সরোয়ার সহ তাদের লোকজন নিয়ে  সংঘবদ্ধ হয়ে শাহজাহান ও সুরুজের ট্রলারের লোকজনের উপর অতর্কিত হামলা চালিয়ে ট্রলার সহ একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়। হামলায় ১০/১২ জন লোক আহত হয়। এ সময় তারা  হাতবোমা নিক্ষেপ করে বলে আহতরা অভিযোগ করেন। এ ঘটনায় প্রাণ বাঁচাতে তারা পানিতে ঝাঁপ দেয়।  এলাকার একাধিক  ব্যাক্তি জানান, প্রায় রাতভর এই দুইটা গ্রুপ অবৈধ ভাবে আড়িয়ালখাঁ নদীর চর থেকে লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন করে ভাঙ্গা সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।তারা জানান,এতে আমাদের এলাকার পাকা রাস্তা খুবই  ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই দুই গ্রুপের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না।

এলাকাবাসীর দাবি, এই অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত  ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে বালু ব্যবসায়ী নাছিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান খাঁন বলেন, আমি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করি না। রিপন, সরোয়ার ও ফিরোজ বরিশাল থেকে ভাড়ায় এনে বালু উত্তোলন করে। শুনেছি রাতে সুরুজ মেম্বারের ট্রলারে হামলা ও মারধর করেছে এবং একটি ট্রলার সহ ড্রেজার মেশিনটি পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে হামলায় আহতরা জানায়, আমরা ১০/১৫ লোক ও একটি ট্রলার সহ ড্রেজার নিয়ে বরিশাল থেকে নদীতে বালু উত্তোলনের জন্য ভাড়ায় এসেছি। এই এলাকার লোকজন এসে আমাদের উপর হামলা করে ও বোমা নিক্ষেপ করে । এ সময় আমাদের একটি ট্রলার ও ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে তারা। আমাদের সবাই হামলায় আহত হয়েছে। কেউ নদীতে ঝাঁপ দিয়েছি। বালু উত্তোলনের কাজটি অবৈধ। তাই আমরা কোন অভিযোগ দিব না এবং সাক্ষী দিব না।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোকসেদুর রহমান জানান, ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি এলাকায় রিপন ও শাহজাহান চেয়ারম্যানের গ্রুপ দীর্ঘদিন ধরে অবৈধভাবে আড়িয়ালখাঁ নদী থেকে বালু উত্তোলন করে আসছে। সোমবার দিবাগত গভীর রাতে বালি উত্তোলনকে কেন্দ্র করে রিপন তার সহযোগীরা শাহজাহান ও সুরুজ মাতুবরের ট্রলারে হামলা ও অগ্নিসংযোগ করে। মঙ্গলবার রাতে দুইজনকে আটক করেছি।

আটকৃত আসামিরা সাবেক এমপি চৌধুরীর সমর্থক ও আওয়ামীলীগের কর্মী বলে জানা যায়। 

তাছাড়া আসামিদের বিরুদ্ধে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সময় তারা সক্রিয় ভূমিকা পালন করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow