আড়িয়াল খাঁ নদীর উপর একটি ব্রিজ নির্মিত হলে ভাগ্য বদলে যাবে সদরপুর ও ভাঙ্গার চরাঞ্চলবাসীর
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সীমানা সংলগ্ন ভাঙ্গা উপজেলার দরগাবাজার ঘাটে আড়িয়াল খাঁ নদীতে একটি ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন খেয়া বা ট্রলার দিয়ে চলাচল করছে। এতে করে যেমন গুনতে হচ্ছে বাড়তি অর্থ আবার নষ্ট হচ্ছে সময়ও। বেশি সমস্যায় পরছে শিক্ষার্থী ও কৃষকেরা। সদরপুর উপজেলার চরমানাইর ও চরনাছিরপুর এবং ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের মানুষের একটাই প্রাণের দাবি, দরগাবাজার ট্রলার ঘাটে একটি ব্রিজ নির্মাণের।
এই ইউনিয়নগুলো নদীর কারণে উপজেলা থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখানে প্রতিনিয়ত বাড়ছে মাদক, জুয়া, চুরি ডাকাতিসহ অনেক অনৈতিক কর্মকান্ড। সরেজমিনে দেখা যায়, এ ব্রিজটি নির্মিত হলে সদরপুর ও ভাঙ্গা উপজেলার সাথে সরাসরি সড়ক পথে যুক্ত হতে পারবে এই চরাঞ্চলটি। ফলে স্বাস্থ্য সেবা, আইনি সেবা, ফায়ারসার্ভিস সেবাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা লাভ করবে এখানকার মানুষ।
বর্তমান সরকারের আমলে চারিদিক উন্নয়নের জোয়ার থাকলেও অবহেলিত থেকে যাচ্ছে ভাঙ্গা ও সদরপুরের চরাঞ্চলের মানুষেরা। উন্নয়নের সোপানে একটি মাত্র ব্রিজ পরিবর্তন করে দিতে পারে এই দু’টি উপজেলার হাজারো মানুষের ভাগ্য। এখানে ব্রিজ হলে বাড়তি ট্রলার ভাড়া না গুনেই সহজেই স্কুল-কলেজে যেতে পারবে শিক্ষার্থীরা। পাশাপাশি এই অঞ্চলের উৎপাদিত কৃষিপন্য বাজারজাত করতে ভোগান্তিতে পরতে হবে না কৃষকদের। শুধু তাই নয় এই অঞ্চলের সড়ক ব্যবহার করে সদরপুর ও ভাঙ্গার অনেক যাত্রী পদ্মাসেতু হয়ে কম সময়ে ঢাকা যাতায়াত করতে পারবে।
ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর খান বলেন, এ ব্রিজটি নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ব্যাপারে ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) আমাদেরকে আশ্বস্ত করেছেন। সে হিসেবে আমরা আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখানে একটি ব্রিজ নির্মাণ করে চরাঞ্চলবাসীর মুখে হাসি ফোটাবেন।
What's Your Reaction?