ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া'র নবযাত্রা 

ইবি(কুষ্টিয়া) প্রতিনিধি
Jan 14, 2025 - 21:18
 0  3
ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া'র নবযাত্রা 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু করেছে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ইউস্যাব)। শনিবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে Achieve Your Dreams: The Way to Higher Education" শীর্ষক বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিকনির্দেশনামূলক প্রোগ্রামের মধ্য দিয়ে সংগঠনটির পথচলা শুরু হয়। 

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম ও ৪০ তম বিসিএসের শিক্ষা ক্যাডার ইউনুস সরকার। এছাড়া ইউস্যাবের কোঅর্ডিনেটর কামরুল হক, ফজলে রাব্বী, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ২০২০-২১ সেশনের ১ম স্থান অধিকারী সাখাওয়াত জাকারিয়া, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ২য় স্থান অধিকারী আব্দুল্লাহ ও বুয়েট শিক্ষার্থী কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়। 

অতিথিদের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম বলেন, এটি অত্যন্ত সৃজনশীল ও চমকপ্রদ অনুষ্ঠান। ইউস্যাবের সকল সদস্যবৃন্দ আপনাদের ব্রাহ্মণপাড়াকে নিয়ে ভাবে। 

এছাড়া অনুষ্ঠানে সাখাওয়াত জাকারিয়া, আব্দুল্লাহ ও কামাল উদ্দিন উপস্থিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কেন্দ্রিক বিভিন্ন পরামর্শ দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

উল্লেখ্য, উপজেলা ও উপজেলার বাইরের ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্পর্ক স্থাপন করা, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিতকরণ, এলাকার বাইরে পড়ালেখা করতে যাওয়া ছাত্র-ছাত্রীদের ভর্তি সংক্রান্ত কাজে সহযোগিতা করা এবং দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করার লক্ষ্য নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow