ইটভাটা মালিক সমিতির সাত দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

ফরিদপুর ইটভাটা মালিক সমিতি সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছীন কবিরের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভাটা মালিক সমিতির সহ-সভাপতি আবু সাঈদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রউফ মিয়া, নূর মোস্তফা সুমন, তাজুল ইসলাম তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফরিদপুর ভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক মিয়া বলেন, ভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের যৌক্তিক সাত দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করি, প্রশাসন আমাদের দাবিগুলো যথাযথভাবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
What's Your Reaction?






