ইবি বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠন
আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন 'বঙ্গবন্ধু পরিষদ' ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (০৩ জুন) সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এ কমিটির অনুমোদন দেন।
এতে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফীনকে আহ্বায়ক ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
৩১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া, অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহ, অধ্যাপক ড. রবিউল হোসেন, অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, অধ্যাপক ড. তপন কুমার রায়, অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক ড. জাহাঙ্গীর সাদাত, অধ্যাপক ড. আনিছুর রহমান, অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মাসুদ, অধ্যাপক ড. রকিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী, সহযোগী অধ্যপক সাজ্জাদ হোসেন জাহিদ, সহযোগী অধ্যাপক ড. লিটন বরণ সিকদার, সহযোগী অধ্যাপক এম. এম. নাসিমুজ্জামান, সহকারী অধ্যাপক জনাব রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জনাব শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক জনাব রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক জনাব শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক জনাব সাহিদা আখতার, প্রভাষক জনাব ইমতিয়াজ ইসলাম ও প্রভাষক অনিন্দিতা হাবিব।
নব গঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু পরিষদের বুদ্ধিবৃত্তিক সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করার লক্ষ্যে ও আদর্শিক, উন্নত ভাবমূর্তি রক্ষার্থে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগী হয়ে এই নবগঠিত একীভূত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দীর্ঘদিনের আদর্শিক শিক্ষকদের বিভাজন একীভূত করে আহবায়ক কমিটি গঠন করায় গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি সকলের আন্তরিক সহযোগিতায় কেন্দ্রীয় কমিটি ও ইবি শিক্ষকদের প্রত্যাশিত আদর্শিক কর্মকান্ড পরিচালনা করতে আমরা সামর্থ্য হবো।
আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফীন বলেন, আমি চাই এই সংগঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শ আরো অধিক হারে চর্চা করতে। অনেক আগে থেকেই কেন্দ্র থেকে একটি কমিটির অনুমোদন দেওয়া ছিলো, কিন্তু আমাদের মাঝে কিছু বিভেদ ছিল আমাদের এ সকল বিভেদ ঘুচিয়ে কেন্দ্রর মাধ্যমে নতুন এ কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রের দেওয়া গাইড লাইন মত, কাউন্সিল এর মাধ্যমে আমরা অতি শীঘ্র পূর্ণাঙ্গ কমিটি করবো।
What's Your Reaction?