ইবি সাইন্স ক্লাবের নবীন বরণ অনুষ্ঠিত

নবীন সদস্যদের বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের সংগঠন সায়েন্স ক্লাব। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া ভবনের ১০২ নাম্বার কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইনজামুল হক। এছাড়াও ক্লাবের সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরমান হোসাইনসহ সংগঠনটির নতুন ও পুরাতন প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মুবাশ্বির আমিন ও দপ্তর সম্পাদক আফরা আনজুম জেনিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, ‘সায়েন্স ক্লাব বিজ্ঞানচর্চা ও গবেষণার প্রতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে, যা অত্যন্ত ইতিবাচক। বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়াতে পারবে এবং ভবিষ্যতে নতুন উদ্ভাবনে ভূমিকা রাখতে সক্ষম হবে।’
সভাপতির বক্তব্যে ইজমাতুল ফেরদৌস লিভা বলেন, ‘আমাদের সাইন্স ক্লাবের এই অরিয়েন্টেশন প্রোগ্রামের মূল লক্ষ্য নতুন সদস্যদের স্বাগতম জানানো এবং বিজ্ঞানভিত্তিক আয়োজন "Bringzzle" এর মাধ্যমে বিজ্ঞানচর্চার প্রতি উৎসাহিত করা। এছাড়া ক্লাবের কার্যক্রম, গবেষণার সুযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার সুযোগ পাবে। আশা করছি তাদের সহযোগিতায় IUSC আরো অনেক দূর এগিয়ে যাবে।’
What's Your Reaction?






