ইমামদের সাথে সদরপুর থানার ওসি’র মতবিনিময় সভা  অনুষ্ঠিত

নুরুল ইসলাম, সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Sep 7, 2024 - 14:13
Sep 7, 2024 - 14:13
 0  6
ইমামদের সাথে সদরপুর থানার ওসি’র মতবিনিময় সভা  অনুষ্ঠিত

ফরিদপুর জেলার সদরপুর থানার নবাগত ওসি গোলাম মর্তুজা এর সাথে সদরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন মসজিদের ইমামদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর নিজস্ব অফিস কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আমির হোসেন, সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, বাবুরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আব্দুল লতিফ, ভাষানচর নতুন বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতী মাহমুদ হাসান, উপজেলা হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা আনিছুর রহমান, সদরপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতী রেজাউল করীম, সদরপুর বাজার জামে মসজিদের ইমাম হাফেজ লুৎফর রহমান।

আরও উপস্থিত ছিলেন ইমাম, মাওলানা নূর মুহাম্মাদ, মুফতী কারামত আলী, মুফতী শরীয়াতুল্লাহ, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ বিল্লাল হোসেন, হাফেজ আবুল বাশার, মাওলানা আবুল কালাম, মাওলানা সুলাইমান, হাফেজ ফরহাদ হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় ওসি গোলাম মর্তুজা মাদক, সন্ত্রাস ও অন্যান্য সমাজিক সমস্যা নিরসনে ইমাম সমাজের প্রতি সহযোগিতার আহবান জানান। ইমাম প্রতিনিধিগণ তাদের বক্তব্যে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিষয়ে মহান আল্লাহর আদেশ বাস্তবায়নে যার যার অবস্থান থেকে কাজ করে যাবেন বলে মত ব্যক্ত করেন।

সভা শেষে নবাগত ওসি ইমাম সাহেবদের সাথে নিয়ে থানা অভ্যন্তরে একটি বৃক্ষরোপন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow