ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর সদর উপজেলা উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর সদর উপজেলা উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল পাঁচটায় ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত পুরাতন বাস স্ট্যান্ডের পাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক লোকমান হোসেন জাফরী। সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মুফতি মেহেদী হাসান , যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আমিরুল ইসলাম, মাওলানা আবু জাফর সাংগঠনিক সম্পাদক এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকান্ড সমালোচনা করেন। তারা বলেন অবিলম্বে তার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও ৫ ই আগস্টে যে সমস্ত পুলিশ সদস্য নিরীহ ছাত্র জনতার উপরে গুলি করেছিল তাদেরও শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ।
বক্তারা বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। তার শাসনামলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। আর সেগুলো উদ্ধার করে টাকা পাচারকারী ও দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা বলেন ভারত ফারাক্কায় বাধ ছেড়ে দেবার জন্য বাংলাদেশের প্রায় দশটি জেলা আজ পানিতে নিমজ্জিত।
সেখানে লক্ষ লক্ষ মানুষ মানবতার জীবনযাপন করছে। তারা এখন প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে এখানকার রাস্তাঘাট তলিয়ে গেছে । আর তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের জনগণকে সঙ্গে করে আগামীকাল থেকেই তাদের সাহায্যে সবাই একসাথে কাজ করব। সকলের সহযোগিতায় আমাদের একসাথে এগিয়ে আসতে হবে।
নো আওয়ামী লীগ নো বিএনপি । আমরা চাই ইসলামী হুকুমতী সরকার প্রতিষ্ঠা হবে। আর তাই এখন থেকে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এরপরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?