ঈদুল ফিতর উপলক্ষে কানাইপুর সাঈদ ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। শনিবার সকালে কানাইপুর নিজ বাড়িতে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। সাঈদ ফাউন্ডেশনের পরিচালক কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর মো: জাহিদুর রহমান মুজার পৃষ্ঠপোষকতা ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি মেম্বর জাহিদুর রহমান মুজা ছাড়াও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বর আছমা বেগম, ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক মো : জাহিদুল ইসলাম প্রমুখ।
What's Your Reaction?