উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির আহ্বান জেলা প্রশাসকের

উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতাকে সর্বাগ্রে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। তিনি বলেন, “শুধু বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে নয়, বরং সরকারি-বেসরকারি সবধরনের উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের সরাসরি অন্তর্ভুক্ত করতে হবে। তবেই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে এবং সকল নাগরিক উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।”
বুধবার (১৬ এপ্রিল) সকালে শহরের ব্র্যাক লার্নিং সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার উন্নয়নে সম্পৃক্তকরণ’ শীর্ষক দিনব্যাপী এই সভার আয়োজন করে ব্র্যাক ও বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যাডভোক্যাসি নেক্সাস (বি-স্ক্যান)।
সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আসাদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. মাহমুদুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ.এস.এম আলী আহসান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.এস.এম মঈনূল আহসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুদা হোসেইন, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন ও ব্লাস্টের প্রতিনিধি শিপ্রা গোস্বামী।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের ডিসঅ্যাবিলিটি ইউনিটের লিড জাহিদুল কবীর এবং প্রবন্ধটির উপর আলোচনা করেন বি-স্ক্যানের পরিচালক ইফতেখার মাহমুদ।
মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠনের প্রায় অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।
সভার আলোচনায় অংশ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিরা শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক সুবিধা প্রাপ্তিতে তাদের বাস্তব অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা এবং করণীয় বিষয়ে মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
জেলা প্রশাসক সভায় আরও বলেন, “প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে ফরিদপুরকে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
What's Your Reaction?






