উৎসাহ ও সন্মান জানাতে রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা 

কাজী আনিছুর রহমান,রাণীনগর(নওগাঁ?প্রতিনিধি
Mar 26, 2025 - 14:51
 0  5
উৎসাহ ও সন্মান জানাতে রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা 

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম কস্বাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর পক্ষ থেকে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সৌদি প্রবাসী জাকির হোসেনকে সবংর্ধনা প্রদান করা হয়েছে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উৎসাহ আর সম্মাননা জানাতে এমন আয়োজন করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে ক্লাব ও গ্রামবাসীর উদ্যোগে এলাকার  দু:স্থ্য ও অসহায় প্রায় ৭৬জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় কালীগ্রাম কস্বাপাড়া সূর্য তরুণ ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আয়োজকরা জানান,প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাই/বোনেরা প্রবাসে গিয়ে একদিকে যেমন নিজের সংসারের উন্নতির বিকাশ সাধন করছেন,পক্ষান্তরে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখে চলেছেন। কিন্তু সেই তুলনায় রাষ্ট্রীয়ভাবে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা জানানো হয়না। তাই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উৎসাহ দিতে ও সম্মাননা জানাতে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয়রা বলছেন,কালীগ্রাম কস্বাপাড়া তথা ওই সমাজ থেকে প্রায় ৮১জন রেমিট্যান্স যোদ্ধা প্রবাসে রয়েছেন। পর্যায়ক্রমে যে সকল প্রবাসীরা দেশে আসবেন সবাইকে একইভাবে সম্মাননা স্বরুপ সবংর্ধনা প্রদান করা হবে। 
প্রবাসী জাকির হোসেন বলেন,এমন আয়োজনে আমি মুগ্ধ।আমি চাই সারাদেশে প্রতিটি গ্রামে গ্রামে এমন আয়োজন করা হউক। তাতে প্রবাসীদের মধ্যে আরো উৎসাহ দেখা দিবে।
কালীগ্রাম কস্বাপাড়া সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রামের মুরব্বী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান আলী,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক,৯নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আফজাল হোসেন মন্ডল, ক্লাবের সহ সভাপতি বাবু সরদার,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাঁন,ক্যাশিয়ার দিলবর রহমান,সদস্য আমিনুল ইসলাম,হাফিজুর মন্ডল,হোসেন আলী সরদার,আব্দুল খালেক মন্ডল,জিয়াউর রহমান জিয়াসহ সদস্যবৃন্দ ও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow