ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র এখনো চলছে - শহিদুল ইসলাম বাবুল

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 18, 2025 - 22:59
 0  3
ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র এখনো চলছে - শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল বলেন, "ষড়যন্ত্র শেষ হয় নাই। ওয়ান ইলেভেনের কাহিনী কিন্তু ঘুরে ফিরে এখনো চলছে। এইসব ছলাকলা চলবে না। ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বরদাশত করা হবে না।"

তিনি আরও বলেন, "হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করেছি, প্রয়োজনে আবারো লড়াই করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।" এ সময় তিনি ট্রেনিং জমা না দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অনুষ্ঠানটি ‘আমরা বিএনপি পরিবার’ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর কবিরের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোস্তফা কবির।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর কৃষক দলের সভাপতি এডভোকেট মামুন অর রশীদ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার পুনরুদ্ধার এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। তারা সরকারের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন এবং জনগণের ভোটাধিকার রক্ষার জন্য আন্দোলনের প্রতি গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার বিষয়েও আলোচনা করা হয়। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন করার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow