কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন বর্ধিত করা হবে

জোবায়ের সাকিব, জেলা প্রতিনিধি, ঢাকা
May 16, 2024 - 18:45
May 16, 2024 - 19:01
 0  11
কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন বর্ধিত করা হবে

বর্তমান ঢাকার সবচেয়ে দ্রুতগামী গণপরিবহন মেট্রোরেল। এই মেট্রোরেলে যাতায়াত করার কারনে যাত্রীদের সময় বেঁচে যাচ্ছে। মেট্রোরেল উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। এই গণপরিবহনটি দ্রুত গতির হবার কারণে যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে সরেজমিনে গিয়ে দেখা যায় যাত্রীদের প্রচুর চাপ রয়েছে। মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ‘সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রোরেল যাওয়ার কথা। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন। এমআরটি লাইন-৬ নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে।

এরই মধ্যে বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।’

পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেওয়ার। তবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু রয়েছে।
মেট্রোরেলের বর্তমান সময়সূচি অনুযায়ী,দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে যায় এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow