কসবায় পুকুরে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 16, 2025 - 18:52
 0  6
কসবায় পুকুরে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার মোল্লা বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৪৫) এবং আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২০)। নিহতদের মধ্যে পারিবারিক সম্পর্ক থাকলেও তারা সরাসরি বাবা-ছেলে নন, তবে কাছের আত্মীয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, “দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি সেচ দেওয়ার সময় হঠাৎ করে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow