কানাইপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত
আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক পিএলসি’র সদর উপজেলার কানাইপুর উপশাখার আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার কানাইপুর স্কুল এন্ড কলেজে এ কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির ফরিদপুর শাখা ব্যবস্থাপক মাহবুবুল হক,সেলস অফিসার আবু সুফিয়ান রনি,কানাইপুর উপশাখার ইনচার্জ মো: রবিউল ইসলাম,কানাইপুর স্কুল এন্ড কলেজ এর সিনিয়র সহকারী শিক্ষিকা আসমাউল হুসনা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পঞ্চাশ জন ও অভিভাবক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক মাহবুবুল হক বলেন, বিভিন্ন প্রতারক চক্র থেকে বাঁচা ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা নিয়মিত এমন কর্মসূচি পালন করে থাকি।
কর্মসূচিতে সঞ্চয়, সঞ্চয়ের কৌশল ও উপকারিতা, ব্যক্তিগত বাজেট ও এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
What's Your Reaction?