কানাইপুর স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
কানাইপুর স্কুল এন্ড কলেজের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার সকাল দশটায় স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক উপস্থিত অতিথি দের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
কানাইপুর স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আ: রাজ্জাক মোল্লা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন,জেলা পরিষদের সদস্য শেখ মো. আকতার। ২দিন ব্যাপী ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কানাইপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ মো. শাহজাহান মোল্লা।অনুষ্ঠানটি সঞ্চলনার দ্বায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুর রহমান ও মো: জাহিদুল ইসলাম।
এরপর ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪০ টা খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া আগামীকাল ২য় দিনে সকল শিক্ষার্থীদের অংশ গ্রহণে যেমন খুশী সাজো,প্রাক্তন শিক্ষার্থীদের দৌড় প্রতিযোগিতা, স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটি ক্রীড়া প্রতিযোগিতা, অতিথিদের ভাগ্য পরীক্ষা,২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেস্ট প্রদান। ক্রীড়া অনুষ্ঠানের সর্বশেষে রয়েছে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উক্ত ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করে।
What's Your Reaction?