কাপ্তাইয়ে বেগম রোকেয়া দিবসে নানা আয়োজনে ২ নারীকে জয়িতা সম্মাননা
রাঙ্গামাটি কাপ্তাইয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা থেকে নির্বাচিত ২ জন নারীকে জয়িতাদের সম্মাননা
প্রদান করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায়
কাপ্তাই উপজেলা সদর প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা এবং ২ জন জয়িতা নারীকে সংবর্ধনা দেওয়া হয়।
এবারের জয়িতা সম্মাননায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএফআইডিসি শিল্প এলাকা রিজামনি আক্তার, সফল জননী হিসেবে চন্দ্রঘোনা মিশন এলাকায় মাসাংপ্রু খিয়াংকে সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এতে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, নারী আজ অদম্য সাহসের সাথে নিজেদেররকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীরা এগিয়ে গেলে দেশ ও সমাজ এগিয়ে যাবে।নারী উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক জয়িতা। কেবল নিজের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকূলতাকে জয়করে জয়িতারা তৃণমূল থেকে সমাজে নিজের জন্য জায়গা করে নিয়েছেন।
তিনি আরও বলেন, প্রথমে নারীদের সাংগঠনিকভাবে শক্তিশালী করার কথা ভেবেছিলেন, বঙ্গীয় নারীদের মধ্যে তিনিই প্রথম কলম ধরেন।
কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদপ্তর এর কিশোর-কিশোরী ক্লাবের সঙ্গীত প্রশিক্ষক বেতার ও টিভি শিল্পী জ্যাকলিন তনচংগ্যার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, উপজেলা সহকারী তথ্য কমর্কর্তা দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, রুপসী কাপ্তাইয়ের সম্পাদক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবির হোসেন প্রমুখ।
What's Your Reaction?