কাপ্তাই সেনা জোনের উদ্যোগে গৃহহীন দুই পরিবার পেল নতুন ঘর

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Mar 13, 2025 - 19:14
 0  32
কাপ্তাই সেনা জোনের উদ্যোগে গৃহহীন দুই পরিবার পেল নতুন ঘর

রাঙ্গামাটির কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর তত্ত্বাবধানে রাজস্থলী উপজেলার দুর্গম মিতিংগাছড়ি আগারপাড়া এলাকার হতদরিদ্র বিধবা কিমারুং ত্রিপুরা এবং মিতিংগাছড়ি পাড়া এলাকার গৃহহীন হান্তিনা ত্রিপুরাকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বসবাসের জন্য একটি ভালো ঘরের অভাবে রৌদ্র, বৃষ্টি ও শীতের তীব্রতায় কষ্ট পাওয়া এই দুই অসহায় পাহাড়ি পরিবার সেনাবাহিনীর দেওয়া নতুন ঘর পেয়ে আনন্দে অভিভূত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় সেনাবাহিনী এই মহতি উদ্যোগ গ্রহণ করে। কাপ্তাই সেনা জোন দুর্গম অঞ্চলে বসবাসরত গৃহহীন ও মানবেতর জীবনযাপন করা পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের পাশে দাঁড়িয়েছে।

এছাড়াও কাপ্তাই সেনা জোনের পক্ষ থেকে জোনের আওতাধীন আরও ১২ থেকে ১৪টি গৃহহীন পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অদূর ভবিষ্যতেও পার্বত্য চট্টগ্রামে হতদরিদ্রদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন কাপ্তাই সেনা জোন অধিনায়ক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow