কালকিনিতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ডোবার পানিতে ডুবে মো. মোমিন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের চর-ঠেঙ্গামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমিন ইতালি প্রবাসী সবেল সরদারের ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে একা খেলছিল শিশুটি। এক পর্যায়ে পরিবারের অগোচরে সে বাড়ির পাশের একটি ডোবার কাছে চলে যায়। সেখানে পা পিছলে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর ডোবার পানিতে ভাসতে দেখা গেলে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।"
What's Your Reaction?






