কালকিনিতে তারণ্যের উৎসব অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তারণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় দূর পাল্লার দৌড় প্রতিযোগিতা কালকিনি উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে সমিতির হাট নামক স্থানে গিয়ে শেষ হয়। এ দৌড় প্রতিযোগিতার দূরত্ব ছিল ৮ কিলোমিটার বা ৮০০০ মিটার।
দৌড় প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক তরুণ অংশগ্রহণ করেন।যেহেতু দূরত্ব অনেক এবং কালকিনিতে এই প্রথম দূর পাল্লার দৌড়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তাই প্রতিযোগিদের জন্য রোডের কিছু জায়গায় খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে দৌড় দেয়া অবস্থায় কোন প্রতিযোগী চাইলে কিছুটা তৃষ্ণা নিবারণ করে আবার দৌড়াতে পারেন। এবং যদি কেউ অসুস্থ হয়ে পরে তাদের জন্য ডাক্তার সহ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সরকারি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছিল।
সকল প্রতিযোগিদের মধ্যে প্রথম ১০ জনকে পর্যায়ক্রমে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।
উপজেলার ছাত্র প্রতিনিধি নাইমুল হাসান নাহিদ বলেন, জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আর দূর পাল্লার এই দৌড় প্রতিযোগিতা প্রমাণ করে যে তরুনদের শক্তি আছে, সামর্থ্য আছে,তারাই দেশ বদলাতে পারবে ইনশাআল্লাহ।
কালকিনি উপজেলা নির্বাহি কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন,এটা যেহেতু তারণ্যের উৎসব তাই এখানে হার জিত বা কে আগে আসলো,কে পরে আসলো, এটা মূল বিষয় না, মূল বিষয় হলো আমরা সকলে মিলে একটি সুন্দর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি এবং এর মাধ্যমে আমরা আমাদের শরীর ও মন সুস্হ আছে কিনা তার যাচাই করতে পেরেছি।তিনি এরকম একটা সুন্দর প্রতিযোগিতা সফল করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা ছাত্র সমাজকে ধন্যবাদ জানান।
What's Your Reaction?






