কালকিনিতে নববর্ষ উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
Apr 15, 2025 - 11:41
 0  10
কালকিনিতে নববর্ষ উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব। পহেলা বৈশাখকে কেন্দ্র করে সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করে কালকিনি উপজেলা প্রশাসন।

এক সময় গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় খেলাধুলার মধ্যে ঘুড়ি উড়ানো ছিল একটি। চিল ঘুড়ি, ভ্রমর ঘুড়ি, জেল ঘুড়িসহ নানা ধরনের ঘুড়ি উড়ানো এবং ঘুড়ি কাটাকাটির প্রতিযোগিতা এক সময় পাড়ামহল্লা ও নদীর ধারে ছিল রীতিমতো উৎসবের রূপ। তবে সময়ের পরিবর্তনে এবং প্রযুক্তির ছোঁয়ায় মোবাইল, ইন্টারনেট ও গেমিংয়ে আসক্ত হয়ে নতুন প্রজন্ম অনেকটাই বিমুখ হয়ে পড়েছে এসব ঐতিহ্য থেকে।

এই প্রেক্ষাপটেই বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এ ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। কলেজের গ্রন্থাগারিক মসিউর রহমান রুলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, আগে গ্রামের আকাশজুড়ে ঘুড়ির আনাগোনা দেখা যেত, কিন্তু এখন আর তেমন দৃশ্য চোখে পড়ে না। তারা আশা করেন, এমন আয়োজন নিয়মিত হলে আগামী দিনে আরও বেশি মানুষ এতে অংশগ্রহণ করবে এবং পুরনো ঐতিহ্য ফিরে আসবে।

ইউএনও উত্তম কুমার দাশ বলেন, “বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম অংশ ঘুড়ি উৎসব। পহেলা বৈশাখকে আরও প্রাণবন্ত করে তুলতেই আমাদের এই উদ্যোগ। বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় করছে, তাদের এসব পুরনো সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow