কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চাল‌ক নিহত

নীলফামারী জেলা প্রতিনিধি
May 2, 2024 - 21:37
 0  9
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চাল‌ক নিহত

নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন মোটর সাইকেল চাল‌ক নিহত হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার‌ সময় চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি নামক বাজারে ওই দুর্ঘটনা‌টি ঘ‌টে। জানা যায় ছোট ভাইয়ের বিয়েতে যোগ দিতে ঢাকা থেকে এসেছেন উজ্জ্বল, তারাগঞ্জ বাস স্টেশনে নেমে বাড়ি থেকে পাঠানো মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে কেল্লা বাড়ি বাজার নামক স্থানে অপর দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা, মাটি বাহি মাহিন্দ্রা টলীর ধাক্কায় গুরুতর আহত হন তিনি, পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায় নিহত উজ্জল কিশোরগঞ্জ উপজেলার বাহাগুলি ইউনিয়নের চেয়ারম্যানের বাজার গ্রামের আব্দুল মোশারফ হোসেনের ছেলে l

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ মন্ডল বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow