কুকিচিং তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারকে বড় দিন পালনের খাদ্যসামগ্রী দিল সেনাবাহিনীর

থানচি(বান্দরবান) প্রতিনিধি
Dec 21, 2024 - 15:12
 0  6
কুকিচিং তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারকে বড় দিন পালনের খাদ্যসামগ্রী দিল সেনাবাহিনীর

গেল বছরের স্বশস্ত্র কুকিচিংদের তান্ডবের ঘরবাড়ী ছেড়ে কর্মহীনভাবে বসবাস রত থানচি রুমা উপজেলা সীমান্তে এলাকার ছিন্নমূল  ও অসহায় বম সম্প্রদায়ের শতাধিক পরিবারকে খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালনের  উপলক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্য সামগ্রী দিল  সেনাবাহিনী।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১২টায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতা বম পাড়া প্রাঙ্গনের এ খাদ্য সামগ্রী ঔসব পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।

দি ম্যাজেস্টিক টাইগারস এর অধিনায়কের পক্ষে পাড়াবাসীর জন্য খাদ্য সামগ্রী প্রতি পরিবারকে চাউল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষাঙ্গিক মসলা বিতরণ করেন সেনা সাব জোনের সাবজোন কমান্ডার। 

অনুদান পেয়ে প্রাতাপাড়া এলাকার কমিউনিটি ব্যাপ্তিষ্ট চার্চের  ধর্মগুরু সার ত্লিং বম ও ভারপ্রাপ্ত কারবারি  পাকত্লিরং বম বলেন, ‘এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগীতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন নিয়ে শুভ বড় দিন  উৎসব টি পালন করবো।

বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক বলেন, চার্চ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow