কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব-২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব-২০২৫। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় উৎসবটি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এটি অনুষ্ঠিত হবে।
জানা যায়‚ আইসিটি ব্যবহারে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী গুণাবলি বিকাশের লক্ষ্যে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। এরই অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব-২০২৫।
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০ টায় ডকুমেন্টারি প্রদর্শন, তারপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হবে। এরপর স্বাগত বক্তব্য রাখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন। সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।
অনুষ্ঠানে‚ সকাল ১০ টা ৫৫ মিনিট থেকে তারুণ্যের মেলা ও ক্রিকেট ম্যাচ উদ্বোধন করা হবে। সেইসাথে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও ১২ টা থেকে ০১ টা এবং ০২টা থেকে ০৩ টা পর্যন্ত সেমিনার এবং বিকাল ০৩ টায় পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য‚ সম্পূর্ণ আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকলেও সেমিনারে শুধুমাত্র আমন্ত্রিত অতিথি এবং রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
What's Your Reaction?






