কুবিতে গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কুবি প্রতিনিধিঃ
Mar 19, 2025 - 16:51
 0  5
কুবিতে গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ইসরাইলের গাজায় সাম্প্রতিক হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিপ্লবী ঐক্যজোটের আয়োজনে বুধবার (১৯ মার্চ) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরাইল ইজ দ্যা জেনোসাইড’, ‘লং লিভ প্যালেস্টাইন’, ‘অকুপেশন ইজ এ ক্রাইম’সহ বিভিন্ন স্লোগান দিয়ে ইসরাইলের বর্বরোচিত হামলার নিন্দা জানান।

বিক্ষোভে অংশ নিয়ে ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবির রায়হান বলেন, ‘মানবতার চরম অবমাননা করে ইসরাইল ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। নিষ্পাপ শিশুদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে। মুসলিম বিশ্ব যদি এখনই ঐক্যবদ্ধ না হয়, তবে এই বর্বরতা চলতেই থাকবে।’

পরিসংখ্যান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আজহার উদ্দীন বলেন, ‘আমরা যখন সারা বিশ্বে শান্তিপূর্ণভাবে রোজা পালন করছি, তখন ফিলিস্তিনের ভাইদের ওপর বোমা বর্ষণ করা হচ্ছে। তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে। অথচ বিশাল মুসলিম জনগোষ্ঠীর মধ্যে অল্প কয়েকজনই এর প্রতিবাদ করছে। আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।’

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল। তবে ১৯ মার্চ সেই চুক্তি ভেঙে তারা গাজার ঘুমন্ত মানুষের ওপর হামলা চালায়, যাতে অন্তত ৪০৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow