কুবির ‘এ’ ইউনিটে প্রথম আব্দুল্লাহ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের (এ ইউনিট) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছেন মো. আব্দুল্লাহ।
বুধবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জানা যায়, মো. আব্দুল্লাহ ২০২১-২২ শিক্ষাবর্ষে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে ভর্তি হন। তবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ ইউনিটে’ সর্বোচ্চ ৯৬.০০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন।
নিজ অনুভূতি জানিয়ে আব্দুল্লাহ বলেন, “জার্নিটা মোটেও সহজ ছিল না। সেকেন্ড টাইমার হিসেবে মানসিকভাবে স্থির থেকে প্রস্তুতি নেওয়া ও পরীক্ষা দেওয়া কারো জন্যই সহজ নয়। গত বছর নিজের সর্বোচ্চটা দিয়েও লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এরপর নিজেকে দৃঢ় রেখে আবার প্রস্তুতি নিই। আজকের ফল সেই প্রচেষ্টারই স্বীকৃতি। আমি কৃতজ্ঞ আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি—যাঁদের প্রেরণা ও সহায়তায় আজ আমি কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি।”
উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ ইউনিটে’ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






