কুবির ভর্তি পরীক্ষায় প্রশ্ন বিভ্রাট, আহ্বায়ক পদে রদবদল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনায় ভর্তি কমিটির আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্লাহকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২৪০টি আসনের বিপরীতে আবেদন করে ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী। গড়ে প্রতি আসনের জন্য লড়েছেন ৪১ জন।
পরীক্ষার্থীদের অভিযোগ, শুরুতে ভুলবশত মানবিক বিভাগের ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এতে পরীক্ষার্থীরা বিভ্রান্ত হন এবং পরীক্ষাটি শুরু হতে দেরি হয় প্রায় ৪০ মিনিট।
বিষয়টি নিশ্চিত করে ‘সি’ ইউনিটের সদস্য সচিব মাহমুদুল হাসান রাহাত বলেন, “মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা একসাথে পরীক্ষায় অংশ নেওয়ায় কিছু কেন্দ্রে বিভ্রান্তি তৈরি হয়। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়।”
ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আহসান উল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে এই বিভ্রাট হয়েছে। অভিযোগ পাওয়ার পরই প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময় বরাদ্দ করা হয়।”
তবে প্রশ্নপত্র বিভ্রাট ও দায়িত্বে গাফিলতির অভিযোগে অধ্যাপক আহসান উল্লাহকে পরীক্ষার ফল প্রস্তুতকরণ কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঘটনার লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
What's Your Reaction?






