কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চার শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ

কুবি প্রতিনিধিঃ
Apr 19, 2025 - 12:39
 0  12
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চার শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে না পারায় চার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। এতে ভেঙে গেছে তাঁদের স্বপ্ন।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার নির্দেশনায় বলা ছিল, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময় পার হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

সরেজমিনে দেখা গেছে, পরীক্ষার শুরুর ৪, ১৭ ও ২০ মিনিট পর একে একে কেন্দ্রে পৌঁছান চারজন শিক্ষার্থী। কিন্তু নির্দেশনা অনুযায়ী তাঁদের কাউকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।

পরীক্ষা দিতে না পারা সাজ্জাদ হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, “আমি ২০ মিনিট দেরিতে পৌঁছেছি বলে আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন দেরিতেও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। আমার মনে হয়, আমাকে সুযোগ দেওয়া উচিত ছিল। একটা বছর আমার জীবন থেকে চলে গেল, ভেঙে গেল আমার স্বপ্ন।”

আরেক শিক্ষার্থী রবিউল হোসেন বলেন, “পরের বছর থেকে যেন পরীক্ষা একটু দেরিতে নেওয়া হয়। এবার সকাল ১০টায় হয়েছে, ভবিষ্যতে যদি ১১টায় হয়, তাহলে সুবিধা হয়।”

এ বিষয়ে কুবির লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়া উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষার নির্ধারিত সময়ের পর কেউ এলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া সম্ভব নয়।”

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষায় একজন ছাত্রীসহ মোট চারজন পরীক্ষার্থী অংশ নিতে পারেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow