কুমার নদ থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শামা ওবায়েদের

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Apr 26, 2025 - 15:45
 0  9
কুমার নদ থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শামা ওবায়েদের

ফরিদপুরের সালথায় এক প্রতিবাদ সমাবেশে ঐতিহ্যবাহী কুমার নদ থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় সালথা উপজেলার গড়ি ইউনিয়নের বড়দিয়া বাজারে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কুমার নদ আমাদের সম্পদ। এটাকে রক্ষা করতে হবে। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে শামা ওবায়েদ বলেন, “আপনারা সংবাদ প্রকাশ না করলে আমরা জানতামই না কুমার নদ লুট হয়ে যাচ্ছে। প্রশাসনিক অভিযানের পরও বালু উত্তোলন চলেছে বলে শুনছি। কারা কার ছত্রচ্ছায়ায় এ অপকর্ম করছে, তা খতিয়ে দেখা হবে।”

তিনি আরো বলেন, “বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। আমিও কোনো অবৈধ কর্মকাণ্ডের পক্ষে থাকবো না। ফরিদপুরে কিংবা সালথায়, কোথাও অবৈধ বালু উত্তোলন বরদাস্ত করা হবে না।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি এই মাটির সন্তান। কুমার নদ রক্ষা করা আমার অধিকার ও দায়িত্ব। নেতাকর্মীরা প্রশাসনকে অবহিত করবেন এবং যারা অবৈধভাবে বালু তুলছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সহায়তা করবেন।”

শামা ওবায়েদ আরো স্পষ্ট করে বলেন, “যদি বিএনপির কোনো নেতাকর্মীও এর সঙ্গে যুক্ত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না। শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা জীবিত থাকতে সালথা-নগরকান্দার মাটিতে কোনো অবৈধ কাজ চলতে দেওয়া হবে না।”

সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী, সালথা থানার ওসি মো. আতাউর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সিনিয়র শিক্ষক জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, ছাত্রদল নেতা সাইফুল আলম, আনিসুর রহমান রাজ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow