কুষ্টিয়ায় জেলখানা থেকে পলাতক ২৫ মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
Sep 4, 2024 - 21:32
 0  4
কুষ্টিয়ায় জেলখানা থেকে পলাতক ২৫ মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় জেলখানা থেকে ২৫ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত মোঃ সামিরুল মন্ডলকে  গ্রেফতার করেছে র‍্যাব-১২ সিপিস-১। বিষয়টি নিশ্চিত করছে র‍্যাব-১২ কুষ্টিয়ার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস হোসেন।

৪'সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় র‍্যাব-১২ সিপিস-১ কুষ্টিয়া কার্যালয়ে এ মিডিয়া ব্রিফ অনুষ্ঠিত হয়েছে। 

গ্রেফতারকৃত মো: সামিরুল মন্ডল কুষ্টিয়া খোকসা উপজেলায় ওসমানপুর এলাকার সামসুদ্দিন মন্ডলের ছেলে।

জানা যায়, গত ০৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায় আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০। পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র‍্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে।

 এরই ধারাবাহিকতায় র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় ০৪ সেপ্টেম্বর রাত দেড়টার ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ সামিরুল মন্ডলের বিরুদ্ধে ০৪টি ডাকাতি মামলা, ১৮টি মারামারি মামলা, ০১টি অস্ত্র মামলা, ০১টি বিস্ফোরক আইনে মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলা সহ সর্বমোট ২৫টি মামলা চলমান রয়েছে।

জেল পলাতক বাকি কারাবন্দিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১২ কুষ্টিয়ার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow