কুষ্টিয়ায় সাংবাদিক রিজু'র ওপর হামলার প্রতিবাদে দৌলতপুরে মানববন্ধন

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
Jun 24, 2024 - 15:00
 0  10
কুষ্টিয়ায় সাংবাদিক রিজু'র ওপর হামলার প্রতিবাদে দৌলতপুরে মানববন্ধন

কুষ্টিয়ায় স্থানীয় সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়কে সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধন হয়।

দৌলতপুর প্রেসক্লাব, দৌলতপুর রিপোর্টার্স ক্লাব, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি, আল্লারদর্গা প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর উপজেলা শাখা এবং দৌলতপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি, দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক তাশরিক সঞ্চয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন দেশ টিভির সংবাদকর্মী সজল বিশ্বাস, এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সালাউদ্দিন প্রিন্স, ডিপিসি'র যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর শাখা'র সভাপতি আলাউদ্দিন আহমেদ,  দৌলতপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাইদুর রহমান, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আহসানুল হক, আল্লারদর্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সাইদুল আনাম, দৌলতপুর প্রেসক্লাবের সহ-সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ রাজু, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দ্যা ডেইলি অবজারভারের প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন। মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি'র সভাপতি আব্দুল আলীম সাচ্চু।

এসময় বক্তারা সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে সকল আসামীদের দ্রুত  আটকের তাগিদ দেন, প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow