কেএনএফ এর অস্থিরতা অচিরেই দূর হবে--লে: কর্নেল সরদার জুলকার নাইন

থানচি(বান্দরবান) প্রতিনিধি
Dec 25, 2024 - 16:26
 0  59
কেএনএফ এর অস্থিরতা অচিরেই দূর হবে--লে: কর্নেল সরদার জুলকার নাইন

বান্দরবান সেনা রিজিয়নের ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লে: কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কেএনএফ এর সৃষ্ট অপপ্রচার কখনোই সফল হবে না এবং তাদের সৃষ্ট অস্থিরতা অচিরেই দূর হবে শান্তি সম্প্রীতির এই বান্দরবানে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী  বদ্ধপরিকর। থানচি রুমা দুই উপজেলা সীমান্তের বসবাসরত খ্রীষ্ট্রীয় বম সম্প্রদায়ের শুভ বড় দিন ও  ক্রিসমাস কেক, গীর্জার জন্য সোলার সিস্টেম, ৩২'' টিভি, সাউন্ড স্পিকার ও স্কুলের শিক্ষার্থীদের ব্যবহারের শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন তিনি।

খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএফ 'র তান্ডবের অসহায় পাড়াবাসীদের উৎসব পালনের সেনাবাহিনীর  মানবিক সহায়তা বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা  প্রাতাপাড়া, বাশিরামপাড়া, সিমত্লামপিপাড়া, শেরকরপাড়া, জারুলছরিপাড়ায়
সমুহের পাড়া পাড়ায় গিয়ে বিতরণ করা হয়।
বড়দিনের কেক ও অনুদান হাতে নিয়ে  কমিউনিটি চার্চের ধর্মগুরু, কোয়াখার বম বলেন,আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগীতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন ও আত্নীয় স্বজন নিয়ে উৎসবমুখর পরিবেশ পালন করবো। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

প্রাতা পাড়া ভারপ্রাপ্ত কারবারি ও ধর্মযাজক পাকত্লিরং বম  প্রতিক্রিয়া বলেন, কে এন এফ নানাবিধ সৃষ্ট সমস্যার কারণে ২০২২ সালে প্রাতাপাড়ার লোকজন গ্রাম ছেড়ে চলে যায় ২০২৩ সালে সেনাবাহিনীর সহযোগিতা পুনরায় পুনর্বাসিত হয়। বড়দিনের এই উৎসবে  সহযোগিতাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  তিনি আরও বলেন,"বম সম্প্রদায় কখনো কেনএফ এর সহযোগী ছিল না। শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, সেনাবাহিনী সর্বদাই তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতা করে আসছে।  কেএনএফ সামাজিক মাধ্যমে বর্তমানে নানা ধরনের অপপ্রচার এবং মিথ্যা খবর প্রকাশ করছে। তারা কখনোই কেএনএফ এর কার্যক্রমকে সমর্থন করে না, তাদের আস্থা সেনাবাহিনীর উপর আছে। আমাদের প্রাতা পাড়া গ্রামের গরীব-দুস্হ সবাই আমরা বড়দিন উপলক্ষে যে উৎসব করতে পারছি এর পেছনে সেনাবাহিনীর অনেক বড় অবদান রয়েছে।
বাকলাই পাড়া সাবজোন ক্যাম্পের দি ম্যাজেস্টিক টাইগার্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি, ব্যাটালিয়নের উপঅধিনায়ক ও সেনা সাবজোন কমান্ডা, সামরিক বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ৫ গ্রামে ৫শতাধিক বড় দিন উদসব পালনকারী নর-নারী অংশ গ্রহন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow