কেন্দ্রীয় কমিটি গঠন উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর ছাএদলের আনন্দ মিছিল
কেন্দ্রীয় কমিটি গঠন উপলক্ষে ফরিদপুর জেলা মহানগর ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত পথযাত্রা অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেল চারটায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর ছাএদলের যৌথ উদ্যোগে উক্ত কর্মসূচি পালন করা হয়।
মহানগর ছাএদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম সোহাগের নেতৃত্বে শহরের সদর হাসপাতালের সামনে হতে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, জেলা ছাএদলের সহ সভাপতি রফিকুল ইসলাম রনি, সহ সাংগঠনিক মামুন হোসেন, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম । এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, ছাত্রদল সবসময় দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রদলের নেতাকর্মীরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে। বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারন সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
What's Your Reaction?