কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহকর্তা কুপিয়ে আহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট এলাকায় এক সৌদি প্রবাসীর বাড়িতে ঘটে ভয়াবহ ডাকাতির ঘটনা। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল গৃহকর্তা আহছান উল্যাহর (৬৫) বাড়িতে প্রবেশ করে। এতে গৃহকর্তা গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতরা দেয়ালের সীমানা প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে তারা প্রধান ফটকের তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে আহছান উল্যাহ প্রতিরোধের চেষ্টা করলে তাকে মাথায় দুটি এবং হাতে তিনটি কোপ দেয়। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ডাকাতদের প্রতিরোধ করতে চাইলেও ডাকাতরা গৃহকর্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
আহত গৃহকর্তাকে উদ্ধার করে স্থানীয় মাইজদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
What's Your Reaction?






