খাগড়াছড়িতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কেফায়েত উল্লাহ,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
Jan 15, 2025 - 21:21
 0  18
খাগড়াছড়িতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

পার্বত্য চট্টগ্রামের ৩ জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ জাতীয়করণের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। আজ সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি এ কর্মসূচি পালন করে। 

অনগ্রসর ও দুর্গম এলাকা হিসেবে পার্বত্য চট্টগ্রামের ৩ টি জেলার ২৮৫ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের বিশেষ বিবেচনায় জাতীয়করণের দাবিতে খাগড়াছড়ি প্রেসক্লাব সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের শিক্ষকরা অংশগ্রহণ করেন। 
খাগড়াছড়ি জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ইমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পার্বত্য জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরা, সাধারণ সম্পাদক প্রভাত কুমার ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক অর্ণা চাকমা, অর্থ সম্পাদক জুলিকা ত্রিপুরা, সদস্য মিন্টু রানী দাশ, অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, উপদেষ্টা চাইথোয়াই মারমা।

মানববন্ধনে বক্তারা বলেন, পিছিয়ে পড়া পার্বত্য জেলার প্রত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চলের কোমলমতি শিশুদের বিনা বেতনে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা পাঠদান করে যাচ্ছেন। মানবিক দিক বিবেচনায় ও বিশেষ আইনের মাধ্যমে পার্বত্য ৩ জেলার বিভিন্ন উপজেলায় পাঠদানরত ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার ৪২৫ জন কর্মরত শিক্ষকের বিশেষ বিবেচনায় জাতীয় করনের দাবি জানান তারা। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow