খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনির্মিত এক্সটেনশন ভবন উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা পরিষদের এক্সটেনশন ভবনের এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৬ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় এ ভবন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বাবু সুপ্রদীপ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে বাবু সুপ্রদীপ চাকমা বলেন, সরকার পার্বত্য অঞ্চলের যে কোন সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অত্র অঞ্চলের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তৃতায় জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, অত্র অঞ্চলের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। এ সময় তিনি বলেন, অত্র ভবন উদ্বোধনের ফলে জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগ প্রধানদের জন্য কক্ষ সংকট এবং সেবা গ্রহীতাদের কষ্ট অনেকটা লাঘব হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, প্রফেসর প্রশান্ত কুমার ত্রিপুরা, শহিদুল ইসলাম সুমন, এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, শেফালিকা ত্রিপুরা, জয়া ত্রিপুরা, চাথোয়াই প্রু চৌধুরী, অনিময় চাকমা, নির্বাহী প্রকৌশলী প্রদীপদ চাকমাসহ জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারবৃন্দ।
What's Your Reaction?






