খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন 

কেফায়েত উল্লাহ,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
Mar 26, 2025 - 18:05
 0  3
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন 

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত  হয়েছে মহান স্বাধীনতা দিবস। বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন, পুলিশ ও শিক্ষার্থীদের কুচকাওয়াজ,  বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা  সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় মহান স্বাধীনতা দিবস। 

শহরের চেঙ্গী স্কোয়ার সংলগ্ন শহীদ স্মৃতি ফলকে
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির সাথে পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। 

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,সিভিল সার্জন, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ৮ টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন শেষে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। পুলিশ, আনসার ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ উপভোগ করেন অথিতিরা।

দুপুরে টাউন হলে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর সৈয়দ আবদুল মোমেনসহ বিএনপি নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা আলোচনায় অংশ গ্রহণ করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow