খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাচুড়িয়া বিএনপির গণইফতার

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Mar 16, 2025 - 10:57
 0  8
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাচুড়িয়া বিএনপির গণইফতার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশাল গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মার্চ) উপজেলার উত্তর চরনারানদিয়া বাঁশতলা বাজার হাফেজিয়া মাদ্রাসা মাঠে প্রায় এক হাজার রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ফরিদপুর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়া।

তিনি তাঁর বক্তব্যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দলীয় ঐক্য বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান ইয়ানুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কুদ্দুস শেখ।

উক্ত ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁরা মহান আল্লাহর দরবারে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।

নেতাকর্মীরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow